ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

লাশের প্রকৃত সংখ্যা নিয়ে কোনো টালবাহানা চলবেনা, প্রতিটি শিশুর ডাটা চাই: নাফসিন মেহেনাজ

প্রকাশিত: ২৩:৫৪, ২১ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫৪, ২১ জুলাই ২০২৫

লাশের প্রকৃত সংখ্যা নিয়ে কোনো টালবাহানা চলবেনা, প্রতিটি শিশুর ডাটা চাই: নাফসিন মেহেনাজ

ছবি: সংগৃহীত

‘জুলাই বিপ্লব’-এর সক্রিয় অংশগ্রহণকারী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহেনাজ আজিরিন এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে আজ উত্তরায় বিমান দুর্ঘটনায় লাশ গুম নিয়ে চলমান আলোচনা ও গুজব প্রসঙ্গে কড়া সতর্কবার্তা দিয়েছেন।  

তিনি লেখেন, "লাশ গুম নিয়ে সামনে অনেক কিছু আসছে। কোনটা গুজব, কোনটা সত্য — জানি না। কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই: যদি কোনো বাবা-মা তাঁদের সন্তানকে খুঁজে না পান, আর কেউ নিজেদের ইমেজ রক্ষা করতে এই অন্যায় আড়াল করার চেষ্টা করে — কাউকেই ছাড়া হবে না। সে যত বড় পদধারী ব্যক্তি হোন না কেন।"

এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, নিখোঁজ ও লাশ গুমের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার যে কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। সামাজিক মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়ার পর তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আসিফ

×