
সোনা
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ দাম কমিয়ে তা কার্যকর করেছে রোববার (২০ জুলাই) থেকে। সেই অনুযায়ী আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
সবশেষ ৭ জুলাই রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। এর আগে, ১ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছিল।
বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম দাঁড়িয়েছে:
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
তাসমিম