ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

অভিষেকেই অজিদের জয়ের নায়ক ওয়েন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৬, ২১ জুলাই ২০২৫

অভিষেকেই অজিদের জয়ের নায়ক ওয়েন

অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দারুণ খেলে বাজিমাত করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল ওয়েন। তার অসাধারণ পারফরম্যান্সে জয় পেয়েছে অজিরা। জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি২০তে ৩ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে বল হাতে উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ঝড়ো ফিফটি। প্রথমে বোলিং করে ওয়েনের শিকার একটি উইকেট। এরপর ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার। ৬টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি শুরুতে দারুণ করেছিল। ওপেনার ও অধিনায়ক শাই হোপ করেন ৫৫ রান। রোস্টন চেজ যোগ করেন ৬০। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ৩৮। সব মিলিয়ে ২০০ রানের দিকে যাচ্ছিল দলটি। কিন্তু শেষদিকে ঝড় তোলার মতো কেউ দাঁড়াতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলা আন্দ্রে রাসেল করলেন মাত্র ৮ রান।

অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইস ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের মিডল ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ারও। পাওয়ারপ্লের মধ্যেই ফিরে যান অধিনায়ক মিচেল মার্শ এবং ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। সাজঘরে ফেরার আগে মিচেল ২৪ রানের ইনিংস খেললেও ম্যাকগার্ক করেছেন মাত্র ২ রান। এরপর জশ ইংলিশ ২২ গজে এসে ঝড়ো ব্যাটিং শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। যাবার আগে ৮ বল খরচায় দুটি ছক্কা ও একটি চারে করেছেন ১৮ রান। এরপর ক্যামেরন গ্রিনকে সঙ্গ দেন গেøন ম্যাক্সওয়েল। 
তবে তিনিও ক্রিজে থিতু হতে পারেননি। ১০ বলে ১০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর গ্রিন ও ওয়েন মিলে ম্যাচ জমিয়ে তোলেন। এই জুটিতে আসে ৮০ রান। গ্রিন ২৬ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে করেন ৫১ রান। ওয়েন ৬টি ছক্কা মেরে ১৭তম ওভারে আউট হলেও তখন জয় থেকে মাত্র একধাপ দূরে ছিল অজিরা। এ সময় কোপার ক্যানোলি ৮ বলে ১৩ রান করেন। দুই ব্যাটার বেন ডোয়ারশুইস ও সেন অ্যাবোট ৫ রানে অপরাজিত ছিলেন। ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে ম্যাচটা বের করে নেয় সফরকারীরা। প্রথম ম্যাচেই আলো ছড়িয়ে ওয়েন জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। 
 

প্যানেল মজি

×