
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের বিমানটি উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় স্কুল ছুটি হচ্ছিল। একজন দশম শ্রেণির শিক্ষার্থী জানান, পরীক্ষা শেষে বের হওয়ার সময়ই চোখের সামনে বিমানটি ভবনে আঘাত করে। ওই শিক্ষার্থী জানান, তার এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি একসঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, ঘটনাস্থলেই নিহত হন।
স্কুল গেটের ভেতরে তখন অনেক অভিভাবক ও শিক্ষার্থী অবস্থান করছিলেন। হঠাৎ আগুনে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, অর্ধশতাধিক দগ্ধ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি প্রশিক্ষণ মিশনে নিয়োজিত। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি দুর্ঘটনার শিকার হয়।
আবির