
ছবিঃ সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পূর্ণি দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, "বাংলাদেশের টাকা নাই—এই ব্যাপারটা আমি মানতে পারি না। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থের সঠিক ব্যবস্থাপনার অভাব, অগ্রাধিকারের সঠিক নির্ধারণ না করা, এবং সীমাহীন দুর্নীতি।"
পূর্ণির দাবি, দেশের নীতিনির্ধারকরা জানেন না কোথায় কী পরিমাণ ব্যয় করা উচিত, কোন খাতে কম বাজেটেও কাজ চালানো যায়, কিংবা কোন খাতে ব্যয় করা সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, "এরা জানে না কীভাবে চুক্তির ক্ষেত্রে কার্যকরভাবে আলোচনার (negotiation) মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়।"
তিনি প্রশাসনের সমালোচনা করে আরও বলেন, “এরা শুধু খেতে জানে, লুট করতে জানে। আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে। অভিশপ্ত একটা দেশ!”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1BxqU3ZTvh/
মারিয়া