
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,মুক্তি সংগ্রামের ইতিহাসে এদেশের মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।আজ বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ চব্বিশের জুলাই বিপ্লবে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫' আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে আলিয়া ও কওমি নির্বিশেষে মাদরাসার শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। এ বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেকে প্রাণ দিয়েছেন। আগামী দিনেও বাংলাদেশের অগ্রযাত্রায় মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, এদেশের ৫৪ বছরের ইতিহাসে মাদরাসার ছাত্ররা দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য পরিশ্রম করেছেন। তারা প্রাণ দিয়েছেন, জেল খেটেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।
মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. খালিদ বলেন, আমরা আশাহত হবো না। আমরা সাহস হারাবো না, হীনম্মন্যতায় ভুগবো না। আমরা বাংলাদেশকে একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। মাদরাসা শিক্ষার্থীরা অতীতেও জনগণের পাশে ছিলো, আগামীতেও তারা জনগণের পাশে থাকবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শহীদ পরিবারের কথামালা, শহীদদের তালিকা উপস্থাপন, মাদরাসা শহীদদের ওপর 'সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি।
আফরোজা