
ছবি: সংগৃহীত
টিকটকে জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ও চমকপ্রদ ট্রেন্ড—বাবা-মায়েরা চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে নিজেদের সন্তানদের ছবি দিয়ে তৈরি করছেন একেবারে ব্যক্তিগত রঙ করার খাতা। উদ্দেশ্য? শিশুদের মোবাইল বা ট্যাব থেকে দূরে রেখে সৃজনশীল কাজে আগ্রহী করে তোলা—আর তা সম্ভব হচ্ছে এআইয়ের জাদুতে।
এই ট্রেন্ডে পরিবারের ছবি—সন্তান, পোষা প্রাণী, কিংবা পরিবারের সবাইকে রঙ করার মতো সাদাকালো স্কেচে পরিণত করা যায়। সঙ্গে প্রিয় কার্টুন চরিত্র যেমন ব্লুয়ি, মিস্টার বিস্ট বা পেপা পিগ যুক্ত করলে তো কথাই নেই—একেবারে নিজস্ব রঙ খাতা পেয়ে যায় শিশুরা।
প্রক্রিয়াটি বেশ সহজ: একটি ছবি এবং একটি নমুনা রঙ খাতা চ্যাটজিপিটিতে আপলোড করে নির্দেশ দিতে হয়—“এই ছবিটিকে এই স্টাইলের মতো কার্টুন রঙ করার পাতায় রূপান্তর করুন।”
তবে একবারেই পারফেক্ট রেজাল্ট নাও আসতে পারে। লাইনগুলো সরল করতে হতে পারে, প্রম্পট সামান্য ঘষামাজা করতে হতে পারে। কিন্তু কয়েকবার চেষ্টা করলেই মিলবে দারুণ ফলাফল।
একজন ব্যবহারকারী যেমন তাঁর ভাগনেদের ছবি দিয়ে তৈরি করেছেন ডাইনোসর, ট্রাক আর তাদের পোষা কুকুরের সঙ্গে একাধিক রঙ করার পৃষ্ঠা। একমাত্রিক নয়, বরং একদম তাদের জীবনের গল্পে ভরপুর এক মজার খাতা।
টিপস: আপনার সন্তানের প্রিয় চরিত্রগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য সংযোজন করা যেতে পারে (ফেয়ার ইউজ নীতির আওতায়)। তবে মাইনরের ছবি অনলাইনে আপলোড করার আগে গোপনীয়তা ও নিরাপত্তার দিকটিও মাথায় রাখুন।
আবির