ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বিস্ফোরক বক্তব্য!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:১৫, ২২ জুলাই ২০২৫

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বিস্ফোরক বক্তব্য!

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘর্ষে ইরানের পরমাণু স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "হ্যাঁ, আমাদের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি আমাদের বিজ্ঞানীদের কৃতিত্ব এবং জাতীয় গর্বের বিষয়। তাই আমরা কখনোই এই অর্জন ত্যাগ করতে পারি না।"

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়। তবে ক্ষতির পরিমাণ এখনো ইরানের পরমাণু শক্তি কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানে পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দ্বিমত থাকায় তা কোনো চুক্তিতে গড়ায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরান এমন পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা দ্রুত পরমাণু বোমা তৈরির সক্ষমতা এনে দেবে। কিন্তু তেহরান বারবার বলেছে, তাদের কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানায়, ইরানের কোনো সক্রিয় অস্ত্র-উৎপাদন কর্মসূচির নির্ভরযোগ্য প্রমাণ তারা পায়নি। অন্যদিকে ইসরায়েল, যাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, তারা দাবি করেছে ইরানকে যেকোনো মূল্যে পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে হবে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর দুই দেশের মধ্যে ১২ দিনের বিমানযুদ্ধ হয়, যেখানে যুক্তরাষ্ট্রও ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। অবশেষে জুনের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

মুমু ২

×