ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শুরু হলো ৪৯তম বিসিএসের আবেদন

প্রকাশিত: ০৯:৪০, ২২ জুলাই ২০২৫

শুরু হলো ৪৯তম বিসিএসের আবেদন

ছবি: সংগৃহীত।

সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার (২২ জুলাই) থেকে শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ের জন্য ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদ রয়েছে।

সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান (৫৫), ইংরেজি (৫০), অর্থনীতি (৪০), দর্শন (৩০), রসায়ন (৩০), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২) বিভাগসহ আরও কয়েকটি বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আবেদন ফরম পূরণ করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ফি পরিশোধ করতে পারবেন আবেদন শেষে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নুসরাত

আরো পড়ুন  

×