ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী সানা মকবুল

প্রকাশিত: ২২:৫৪, ২১ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী সানা মকবুল

ভারতের আকাশে বিমান দুর্ঘটনার ঘটনা সম্প্রতি বেড়েছে, আর সেই পরিস্থিতিতে এক জীবনমৃত্যুর মুহূর্ত থেকে রক্ষা পেয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল। তিনি মুম্বাইগামী একটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছিলেন, তবে মাঝ-আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ভীত হয়ে পড়েন সানা, এবং বিমানের পাইলট জরুরি অবতরণের ঘোষণা দেন।

তবে পাইলটের দক্ষতায়, বিমানটি আহমেদাবাদে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। সানা এবং অন্য যাত্রীরা বড় বিপদ থেকে রক্ষা পান। সানা তার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "ঈশ্বরের কৃপায় সবকিছুই ভালো হয়েছে, আমি মুম্বাইয়ের অন্য একটি ফ্লাইটে ফিরে আসতে পেরেছি।"

তিনি আরও বলেন, "এই পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটকে কৃতজ্ঞ। আমি জানি না পৃথিবীজুড়ে কী ঘটছে, তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

 

রাজু

×