
ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কম আসে?
তাই অনেকেই ভাবেন, ফ্যানের গতি কমিয়ে দিলে হয়তো বিদ্যুৎ বিলও কমবে। কিন্তু আসলেই কী তাই? চলুন জেনে নিই, ফ্যানের গতি কমানো মানেই কি বিদ্যুৎ খরচ কমানো নাকি এ কেবল আমাদের ধারণা।
ফ্যান কীভাবে কাজ করে?
সাধারণ সিলিং ফ্যান চলে একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। রেগুলেটর ব্যবহার করে আপনি ফ্যানের গতি (Speed) নিয়ন্ত্রণ করেন। রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে ফ্যানের মোটরের গতি কমায়। তাই গতি কমলে মনে হয় বিদ্যুৎ কম খরচ হচ্ছে; কিন্তু এটা সব সময় সত্যি নয়।
গতি কমালেই বিদ্যুৎ কমে না
মূল বিষয় হলো—সাধারণ রেগুলেটর আসলে বিদ্যুৎ সেভ করে না। শুধু মোটরের গতি কমিয়ে দেয়। তাই আপনি ফ্যান ৭-এ চালান বা ২-এ, বিদ্যুৎ খরচ প্রায় একই রকম থাকে।
রেগুলেটর নিজেও একটু বিদ্যুৎ খরচ করে। তাই গতি কমানো মানেই বিদ্যুৎ কমান—এ ধারণা ভুল।
তাসমিম