ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর ২০০ বছরের পুরাতন দুর্গা মন্দিরের ঐতিহ্য

সোহাগ মিয়া, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজবাড়ী

প্রকাশিত: ০৮:৪১, ২২ জুলাই ২০২৫

হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর ২০০ বছরের পুরাতন দুর্গা মন্দিরের ঐতিহ্য

অযত্নে অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর ২০০ বছরের পুরনো দুর্গা মন্দিরের ঐতিহ্য

 রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের পুরাতন জমিদার বাড়ি ডিকে সাহার পুরাতন মন্দিরের ঐতিহ্য রাজবাড়ীতে রয়েছে।

২০১ বছরের পুরাতন এই মন্দিরের ঐতিহ্য হারাতে বসেছে। মন্দিরের ছাদ থেকে শুরু করে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। একটু বৃষ্টি হলেই মন্দিরের ভিতরে পানি পড়ে। পুরাতন এই ভবনে ধ্বসে যাওয়ার ভয় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০ বছর আগে জমিদার পরিবার ডিকে সাহার অধিপত্য ছিল পুরো রাজবাড়ী জুড়ে। তার আলিশান জমিদারিত্ব ছিল। সে সময় তিনি দুর্গা দেবীর পূজা-আরাধনার জন্য মন্দির করেছিলেন। বর্তমানে এ জমিদার পরিবারে সপ্তম পুরুষ নারায়ণ সাহা (নারু বাবু) ও তার ভাই দেখাশোনা করছেন। তারা দুই ভাই ও এলাকার সনাতন ধর্মাবলম্বীরা এ মন্দিরে দুর্গা পূজা ২০১ বছর যাবত করে আসছেন।

আনুমানিক ১৮২৪ সালে প্রতিষ্ঠিত হয় এ জমিদার বাড়ির মন্দির। অযত্নে অবহেলায় প্রশাসনিক নজরদারি কম থাকায় আজও উন্নয়নের ছোঁয়া পড়েনি এই ঐতিহ্যবাহী মন্দিরে।

জমিদার পরিবারের সপ্তম পুরুষ বর্তমান সদস্য নারায়ণ সাহা বলেন, “মন্দিরে পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। আমাদের বর্তমানে আর্থিকভাবে তেমন স্বচ্ছলতা নেই। সরকার চাইলে এ মন্দির জায়গাসহ সরকারি ভাবে আমরা লিখে দিতে রাজি। তবুও সরকারিভাবে এ মন্দির সংরক্ষণের দাবি জানাই।”

তিনি আরো জানান, “এ মন্দির কেন্দ্রিক অবশিষ্ট রয়েছে জমিদার বাড়ি, আরও আছে একটি পুকুরে চারটি ঘাট। জমিদার বাড়িতে বর্তমানে ৭ পুরুষের বংশধরের দুই ভাই থাকি। রাজবাড়ীর পুরাতন ঐতিহ্যের স্থাপত্য ধরে রাখতে সরকারিভাবে মন্দিরটি সংস্কারের দাবি জানাই।”

শেখ ফরিদ 

×