
ছবি: সংগৃহীত
নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, ব্লাক বক্স দেখে দুর্ঘটনার কারণ জানা যাবে। গল্প বানানোর সুযোগ নেই। ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখা দেখতে হবে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটির ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছে।
উপদেষ্টা বলেন, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। আগামীকাল সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম আসবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত জন শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে।
শেখ ফরিদ