ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

 বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নির্ধারিত কবরস্থান, তৈরি হবে স্মৃতিফলক

প্রকাশিত: ১৯:৩৮, ২২ জুলাই ২০২৫

 বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নির্ধারিত কবরস্থান, তৈরি হবে স্মৃতিফলক

সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে ঘটে যাওয়া ভয়াবহ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন জাতির শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নিহতদের কবরস্থান রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে নির্ধারণ করা হবে। এই কবরস্থানটি মাইলস্টোন স্কুলের সন্নিকটে অবস্থিত, যাতে স্বজনদের পক্ষে নিয়মিতভাবে তাদের প্রিয়জনদের কবর জেয়ারত সহজ হয়।

প্রফেসর ইউনূস আরও জানিয়েছেন, ভবিষ্যতে এই কবরস্থানটি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশেষভাবে সংরক্ষণ করা হবে। এখানে একটি স্মৃতিফলক স্থাপনের কথাও ভাবা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই মর্মান্তিক ঘটনার কথা মনে রাখে।

এই মানবিক উদ্যোগে নিহতদের পরিবার ও এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকে বলছেন, এটা শুধু দাফনের ব্যবস্থা নয়—বরং একজন শিক্ষানুরাগী উপদেষ্টার পক্ষ থেকে শহিদ শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন।

হ্যাপী

×