ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন

প্রকাশিত: ১৮:৩৬, ২২ জুলাই ২০২৫

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ভবনটিতে পারিবারিক বাসা ও বাণিজ্যিক মার্কেট দুই ধরনের স্থাপনাই রয়েছে। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়েছে।

তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আফরোজা

×