ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

‘কত কষ্ট জানি হইছে আমার আব্বুটার, গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার’

প্রকাশিত: ১০:৪৫, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১০:৪৯, ২২ জুলাই ২০২৫

‘কত কষ্ট জানি হইছে আমার আব্বুটার, গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার’

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পুরো দেশেই শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাবা সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, “আরে আমার পোলাটার কত কষ্ট জানি হইছে। আরে আমার আব্বুরে, সকালবেলা ভাতটা লইয়া আব্বু গরম ভাত টিফিনে খামু বললো। আব্বু তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার।”

এই হৃদয়বিদারক মুহূর্তে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যাদের ২৫ জনই শিশু।

আবির

আরো পড়ুন  

×