
যারা আইএসএসবি ফেস করে সেনা নৌ বা বিমান বাহিনীতে যোগ দেয় তারা জাতির সূর্য সন্তান। তারা মোহ ভুলে দেশপ্রেমের টানে সশস্ত্র বাহিনীতে কমিশন্ড হন এমনটাই লিখেছেন আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেইজে।
তিনি আরো লিখেন, আমি আইএসএসবি ফেস করেছিলাম। একসময় আমার স্বপ্ন ছিলো বিমান বাহিনীর ফাইটার পাইলট হওয়া ।
আল্লাহ তকদিরে রাখেন নি।
শেষে লিখেন, অথচ তাঁরা হারিয়ে যাচ্ছেন একের পর এক। কেনো এভাবে আমাদের সূর্য সন্তানদের আমরা হারাবো বা হারাতে হবে - এই প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে বৈ কি !
শেখ ফরিদ