ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:২৬, ২২ জুলাই ২০২৫

বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বরিশাল শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কও অবরোধ করা হয়। মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই প্রান্তের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক ও শিক্ষাবোর্ডের মূল ফটক আটক করে এ কর্মসূচি পালন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমাদের বন্ধুরা মারা গেছে, এখনো কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অথচ এখনও সঠিকভাবে কারা মারা গেছে, কারা আহত হয়েছে তার কোনো তালিকা সরকারের কাছে নেই। আমরা ন্যায়বিচার চাই।

শিক্ষার্থীরা বলেন, এ ব্যর্থতার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অপরদিকে আহতদের নির্ভুল তালিকা ও পরিসংখ্যান প্রকাশ করতে হবে; শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে; পুরাতন ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ বিমান চালু করাসহ আমাদের ছয়টি দাবি বাস্তবায়ন করতে হবে। 

আর এ দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। 

মিরাজ খান

×