
ছবি: সংগৃহীত
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় নিহত এক শিশুর মামা জানান, তিনি তার ভাগ্নিকে চেহারা দেখে নয় বরং রোল নাম্বার দেখে চিনেছেন।
তিনি বলেন, আমার যে ভাগ্নি মারা গেছে, তার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। আমরা চিনতেই পারিনি। এরকম একটা অবস্থা, কেউ খুঁজে পায় না। আমি ছিলাম উত্তরায়। পরিবার ছিল বার্ন ইউনিটে। আমাকে বলছে উত্তরায় খুঁজো। আমি খুঁজছি, পাচ্ছি না। হঠাৎ করে তারা বলে যে সাত তলায় পাওয়া গেছে। তাদের এরকম অবস্থা যে চেহারা দেখে চেনার উপায় ছিল না। তাদের রোল নাম্বার দেখে চিনতে পেরেছি।
নিহত শিশুর মামা জানান, তার দুই বোনের চার ছেলে-মেয়ে মাইলস্টোন স্কুলে পড়তো। বড় বোনের দুই সন্তান সুস্থ আছেন। কিন্তু মেজো বোনের এক সন্তান মারা গেছে, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
মুমু ২