ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: আবদুস সোবহান

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:২৩, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৪, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: আবদুস সোবহান

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে বরিশালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদে অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকের এ দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন সরদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা সহ অন্যান্যরা।

একই দিন সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সানজানা

×