
মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহরিন চৌধুরী সেই নাম, যিনি আজ অমরত্ব লাভ করলেন নিজের জীবন দিয়ে ২০–২৫ জন শিক্ষার্থীকে আগুনের ভেতর থেকে টেনে বের করে।
বিমান দুর্ঘটনায় মুহূর্তেই যখন চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, তখন বাচ্চারা চিৎকার করছিল। সবাই যখন দৌড়ে পালাতে চাইছিল, মেহরিন ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে।
একজন একজন করে বের করে আনতে আনতে তিনি নিজেই আগুনে দগ্ধ হন। শেষ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না, কিন্তু বাঁচিয়ে গেছেন অনেককে।
তিনি পারতেন পালাতে, পারতেন নিজেকে বাঁচাতে—কিন্তু তিনি শিক্ষক ছিলেন। শুধু পাঠদানে নয়, প্রাণ দিয়ে আদর্শ রচনা করার জন্য।
আমরা দেখেছি, একজন শিক্ষক কতটা মানবিক, কতটা দয়ালু হলে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন শিক্ষার্থীদের জন্য।
আজ আমরা কাঁদি, কিন্তু গর্বও করি—মেহরিন চৌধুরীর মতো একজন শিক্ষক আমাদের দেশে ছিলেন।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
নুসরাত