ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

সিলেটে করোনার নতুন ভেরিয়েন্টে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৩

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ০০:৫৩, ২৪ জুলাই ২০২৫

সিলেটে করোনার নতুন ভেরিয়েন্টে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৩

ছবি: সংগৃহীত।

সিলেটে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান জানান, মৃত ব্যক্তি ছিলেন একজন বয়স্ক নাগরিক এবং তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

এ নিয়ে করোনার নতুন ভেরিয়েন্টে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে। এর আগে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

নুসরাত

×