
ছবি: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার স্পষ্টভাবে জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অব্যবস্থাপনা ছিল না এবং তিনি নিজে থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা করছেন না।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে, কিন্তু আমি মনে করি আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়নি। আমার দায়িত্বে কোনো গাফিলতি হয়েছে কিনা, সেটি বিবেচনার দায়িত্ব আমার নিয়োগদাতাদের। তারা যদি মনে করেন আমার ব্যর্থতা রয়েছে, তাহলেই আমি পদত্যাগ করব।”
এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে দেরি হওয়ার প্রসঙ্গে উপদেষ্টা জানান, “এ ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। এটি এককভাবে নয়, সমন্বিতভাবে নিতে হয়, যার জন্য কিছুটা সময় লেগেছে। শেষ পর্যন্ত গভীর রাতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন তারিখ দ্রুতই জানানো হবে।”
শিক্ষা সচিবকে অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষা সচিবকে সরানোর সিদ্ধান্ত উচ্চপর্যায়ের কমিটি থেকে এসেছে। আমি বিষয়টি আগে থেকে জানতাম না।”
এ সময় চৌধুরী রফিকুল আবরার বলেন, “শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রের একটি অংশ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা কিছু করার প্রয়োজন দেখছি না। এটি একটি শোকাবহ সময়, আমরা তা অতিক্রম করছি।”
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=bfJ-hwAR9qg
শিহাব