ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ঐকমত্য সংলাপ থেকে ৩ বাম দলের প্রতীকী ওয়াকআউট

প্রকাশিত: ১৭:০৬, ২৩ জুলাই ২০২৫

ঐকমত্য সংলাপ থেকে ৩ বাম দলের প্রতীকী ওয়াকআউট

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। মাইলস্টোনের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।

সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১৮ তম অধিবেশন শুরুতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান। মাইলস্টোনের হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উপর হামলা অতীতে স্বৈরাচার শাসকদের ছায়া হিসেবে উল্লেখ করেন। ১০ মিনিটের প্রতিটি ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।

তাকে সমর্থন জানান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। এসময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। এটি সরকারের বিবেচনা করতে হবে। পরে সকাল ১১টা ২৫ মিনিটে তারা আবারো সংলাপে যোগ দেন।

আবির

আরো পড়ুন  

×