ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভোট বানচালের চেষ্টা চলছে, আবারও ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৭:২৭, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:২৭, ২৩ জুলাই ২০২৫

ভোট বানচালের চেষ্টা চলছে, আবারও ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা এবং সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে এবং নির্ধারিত সময় ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক সরকার না থাকায় বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বাড়ছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে অভিজ্ঞতার অভাব রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ইগোর প্রাধান্য দেখা যাচ্ছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।"

তিনি আরও বলেন, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটিকে সরকার এবং বিএনপি উভয়েই দুর্ঘটনা হিসেবেই দেখছে।"

আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তির প্রেক্ষাপটে মির্জা ফখরুল দাবি করেন, "এই সময়ে দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান দেখা গেছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।"

এদিকে, গোপালগঞ্জে এনসিপির কার্যালয়ে হামলা এবং সচিবালয়ে শিক্ষার্থীদের প্রবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, "এসব ঘটনা একটি বৃহত্তর চক্রান্তের অংশ, যার লক্ষ্য হচ্ছে নির্বাচন বানচাল করা।"

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।

এর আগে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে ৩০ আগস্ট ময়মনসিংহে এক গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়, যেখানে বিএনপির ঘোষিত ‘রেইনবো নেশন’ গঠনের রূপরেখা তুলে ধরা হবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/Yu60rCUzM4k?si=u2NJTI2xK7svRVTZ

 
 

মারিয়া

×