ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

এনসিপি নেতা পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২১:০৭, ২৭ জুলাই ২০২৫

এনসিপি নেতা পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে দায়ী করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনার মদন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বক্তব্যটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরপরই মদন উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।

বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান। কেউ কেউ হুঁশিয়ারি দেন, বক্তব্য প্রত্যাহার না করলে মদন উপজেলায় এনসিপির কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দেয়া হবে না।

এর আগে রবিবার দুপুর ১টায় নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য দেন।

তিনি বলেন, “বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দশ ট্রাক অস্ত্র মামলাটি অন্যতম। যদি অস্ত্র সামলাতে না পারেন, তাহলে আনলেন কেন? এই ঘটনার জন্যই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।”

তিনি আরও বলেন, “আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারাবন্দি ও নির্যাতিত নেতা। তবে এই কাজটিকে আমি সমর্থন করি না। এর ফলে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি এবং হাসিনার মতো একজন খুনী ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছে। গত ১৫ বছরে বিএনপির রক্ত ঝরার জন্য ইতিহাসের কাঠগড়ায় বাবর ভাইও দায়ী থাকবেন।”

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা এবং নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

নুসরাত

×