ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাবরকে জড়িয়ে পাটওয়ারীর বক্তব্যে উত্তাল নেত্রকোনা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ০০:০২, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ০০:০৩, ২৮ জুলাই ২০২৫

বাবরকে জড়িয়ে পাটওয়ারীর বক্তব্যে উত্তাল নেত্রকোনা

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র চালানের ঘটনায় জড়িয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে নেত্রকোনা জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার রাত সাড়ে টায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ করেন। 

জেলা শহরের চকপাড়া এলাকা জেলা মিছিল বের হয়ে শহরের থানা রোড, তেরিবাজার, ছোট বাজার, বড়বাজারসহ প্রধান সড়কগুলো ঘুরে ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান তালুকদার, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সহসভাপতি আবদুল আল মামুন খান রনি, মোহনগঞ্জ উপজেলা বিএনপির  সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান প্রমুখ। রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বসে জরুরি সভা করছিলেন। 

বক্তারা জানান, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দল মত নির্বিশেষে নির্বাচনী এলাকা ছাড়াও জেলায় বহু বেকার তরুণ-তরুণীদের চাকরি দেয়াসহ কর্মসংস্থানের সুযোগ করে দেন। তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানায়। 

জানা গেছে, আজ রবিবার দুপুরে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি সমাবেশ করে। এতে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে এলেন কেন? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রকাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘আমি বাবর ভাইকে (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর) সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না, করি না, করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি-ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত ১৫ বছর বিএনপির নেতা-কর্মীরা নির্যাতিত হয়েছেন, আমার ভাইদের হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, এই জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই। আমরা অশান্তি চাই না বাংলাদেশে। আমরা মানুষের অধিকার চাই। মানবিক মর্যাদা চাই।’ 

বাবরের নির্বাচনী এলাকা মদন এবং খালিয়াজুরীতেও অনুরূপ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়

ফারুক

×