ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জুম না করেই লুকানো সাপটি খুঁজে বের করতে পারলে আপনি ‘প্রিডেটর আই’-এর অধিকারী

প্রকাশিত: ১৯:২৮, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৯, ২৭ জুলাই ২০২৫

জুম না করেই লুকানো সাপটি খুঁজে বের করতে পারলে আপনি ‘প্রিডেটর আই’-এর অধিকারী

ছবিঃ সংগৃহীত

একটি চোখ ধাঁধানো ছবি ইন্টারনেটে তীব্র কৌতূহলের জন্ম দিয়েছে। ছবিটিতে পাতার নিচে এমনভাবে একটি সাপ লুকিয়ে আছে, যেটি প্রথম দেখায় সাধারণ পাতার স্তূপ বলেই মনে হয়। তবে, একটু মনোযোগ দিয়ে তাকালেই বোঝা যাবে—এই পাতার মধ্যে রয়েছে এক দুর্ধর্ষ শিকারি!

ছবিটির ভেতরে লুকিয়ে থাকা সাপটি এমনভাবে পরিবেশের সঙ্গে মিশে গেছে যে চোখে ধরা পড়া প্রায় অসম্ভব। সাপটির আঁশ ও রঙ আশেপাশের শুকনো পাতা আর টুকরো টুকরো ডালপালার সঙ্গে মিলে গিয়ে এক অনন্য ছদ্মবেশ তৈরি করেছে। অনেকেই চোখ কুচকে তাকিয়েও কিংবা জুম করেও সাপটি খুঁজে পাননি।

এই ধরণের অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র এক ধরনের ভার্চুয়াল ধাঁধা নয়—এটি আমাদের মনোযোগ ও দৃষ্টিশক্তির প্রকৃত পরীক্ষা। আপনি যদি একে খুঁজে পেতে পারেন, তবে ধরে নেওয়া যায় আপনার পর্যবেক্ষণ ক্ষমতা চমৎকার।

কীভাবে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করবেন?

  • চোখকে প্রথমে কিছুটা আরাম দিন, তারপর ছবিটির দিকে ধীরে ধীরে তাকান।

  • সবকিছু বিশ্লেষণ করার আগে আপনার প্রথম ইমপ্রেশনটি গুরুত্ব দিন।

  • খেয়াল করুন যেসব জায়গায় পাতাগুলোর মধ্যে অসমতা, অতিরিক্ত গোলাকৃতি বা আকৃতিগত ফারাক আছে।

  • রঙ মিললেও টেক্সচার বা আকৃতি হতে পারে সাপ শনাক্ত করার সূত্র।

এই ধরনের ছবি বন্যপ্রাণী পর্যবেক্ষণ প্রশিক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কারণ, এটি মানুষের ভিতরে থাকা ক্ষীণ পার্থক্য বুঝতে পারার দক্ষতা এবং ভিজ্যুয়াল ডিসট্র্যাকশনের মধ্যেও ফোকাস ধরে রাখার ক্ষমতা বাড়ায়।

তাহলে আপনি কি খুঁজে পেয়েছেন সেই লুকিয়ে থাকা সাপটিকে?
চেষ্টা করুন নিজে, এরপর শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে—দেখুন কার চোখ সবচেয়ে তীক্ষ্ণ!

চাপ না নিয়ে ধৈর্য ধরে খুঁজুন—হয়তো আপনিই সেই প্রকৃত ‘প্রিডেটর আই’!

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/de-stress/optical-illusion-challenge-can-you-spot-the-snake-without-zooming-in/articleshow/122826081.cms

ইমরান

×