ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যৌথবাহিনীর অভিযানে

মাদকসহ মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৯:৩২, ২৭ জুলাই ২০২৫

মাদকসহ মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন (৪৫) ও তার সহযোগী সাব্বিরুল আলম (৪০) মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।

গত শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ইসলামপুরে নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিলুফার স্বামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া কৌশলে পালিয়ে যান।

অভিযানে তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪ নম্বরের একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এসব সামগ্রী স্বাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার নম্বর: এফআইআর নং-৪৭, তারিখ: ২৭ জুলাই ২০২৫; জিআর নং-২৯৩/২০২৫। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/১০(ক), ৩৮ ও ৪১ ধারায় দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

নুসরাত

×