ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ইসরাইলের চেইন অব কমান্ড গুঁড়িয়ে দিচ্ছে হামাস

প্রকাশিত: ১৮:৫৩, ২৭ জুলাই ২০২৫

ইসরাইলের চেইন অব কমান্ড গুঁড়িয়ে দিচ্ছে হামাস

ছবি: সংগৃহীত

আবারো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুতভয় লড়াই। ইসরাইলি সেনাদের প্রাণ বাঁচানোই কষ্টকর হয়ে পড়ছে। ফিলিস্তিন যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ভেঙে পড়ছে ইসরাইলিদের চেইন অব কমান্ড। ফলে ইসরাইলিদের মনোবল এখন শূন্যের ঘরে। সেনা সামন্তরাও ছুটছে দিকবিদিক।

শনিবারও তিন ইসরাইলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ইসরাইলের সামরিক বাহিনীর গাড়িতে থাকা তিনজন হতাহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষার সংবাদমাধ্যমের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহর।

পরবর্তীতে হিব্রু ভাষার ওই সংবাদমাধ্যম গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত ও আরও দুই সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিন যোদ্ধারা ইসরাইল সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদমাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে বর্ণনা করে।

এদিকে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড গতকাল জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলের তিনটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইল একটি কমান্ড কম্পার্টমেন্টে আগে থেকেই বোমা পেতে রেখেছিল উল্লেখ করে জানায়, সেটি দিয়েই ইসরাইলি দুটি সাঁজোয়াজানকে লক্ষ্যবস্তু বানানো হয়।

বিস্ফোরণে সাঁজোয়াজান ও ইসরাইল সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আল-কাসাম। তৃতীয় সাঁজোয়াজানের ক্ষেত্রে আল-কাসাম জানায়, সেটিতে আঘাত হানা হয়েছে ইয়াসিন ১০৫ গোলা দিয়ে। ঘটনাস্থল আবাসান আল-কাবিরা। আল-কাসামের হামলাতেই আগে উল্লেখিত তিন ইসরাইল সেনা হতাহত হয়েছেন বলে ধারণা সংবাদমাধ্যমগুলোর।

গতকাল শুক্রবারও হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছে তারা। আলাদা একটি অভিযানে ইসরাইলের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে আল-কাসামের যোদ্ধারা ইয়াসিন ১০৫ নামে একটি রকেটচালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি। এই হামলার সময় সাঁজোয়া যানটির উপরে একজন ইসরাইলি সেনা বসেছিলেন বলেও জানায় আল-কাসাম।

এদিকে, আল নাসির সালাহুদ্দিন ব্রিগেড, যেটি পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা—তারা উত্তর গাজার আল-মাবুহ এলাকায় ইসরাইলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছুড়েছে।

আলাদা আরেকটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ। সেখানে তারা বিবরণে লেখে, মধ্য গাজার দেইর আল-বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরাইলি একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত করেছেন তারা।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইল বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শেখ ফরিদ

×