ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ইসরাইলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৭ জুলাই ২০২৫

ইসরাইলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু

রাফাহ ক্রসিংয়ের মিসরের অংশে ত্রাণবাহী ট্রাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভেতরে তীব্র ক্ষুধা সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরাইলি বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। একাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে। রবিবার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণ সহায়তা পেতে মরিয়া মানুষ।

এদিকে আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। এরইমধ্যে মিশর থেকে ত্রাণের ট্রাকগুলো গাজার দিকে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত আল কাহেরা নিউজ টিভি। রবিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ত্রাণ সহায়তা পুনরায় চালু করার জন্য নিরাপদ রুট চালুর ঘোষণা দিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এই রুটগুলো স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরাপদ থাকবে, যাতে জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ সংস্থার যানবাহন নির্বিঘেœ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারে।

এই ঘোষণার পরপরই মিসর থেকে গাজার উদ্দেশে ত্রাণবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলের অবরোধজনিত ক্ষুধায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

এই মানবিক বিপর্যয় ঘিরে বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে ইসরাইল ঘোষণা দেয়, রবিবার থেকে তারা বেসামরিক এলাকাগুলো এবং ত্রাণ সরবরাহের করিডোরে সাময়িক হামলা বিরতি দেবে। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেনি, কোনো কোনো এলাকায় এই বিরতি কার্যকর হবে। খবর আলজাজিরার।

প্যানেল হু

আরো পড়ুন  

×