ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

দুর্ঘটনা থেকে বাঁচলেন ১৭৩ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২৭ জুলাই ২০২৫

দুর্ঘটনা থেকে বাঁচলেন ১৭৩ যাত্রী

রানওয়েতে গতি নেওয়ার সময় বিমানের কারিগরি সমস্যা ধরা পড়ে

যুক্তরাষ্ট্রে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭৩ জন যাত্রী। মূলত উড্ডয়নের আগেই চাকা তথা ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং এরই জেরে রানওয়ে ধোঁয়ায় ভরে যায়। পরে পাইলট উড্ডয়ন বাতিল করলে যাত্রীদের জরুরিভিত্তিতে বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটের। তবে উড়াল দেওয়ার আগেই রানওয়েতে চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই আগুন ধরে যায় এবং বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ১৭৩ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে একজন সামান্য আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইট এএ-৩০২৩-তে এই ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের একটি চাকার ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়। খবর এনডিটিভির।

প্যানেল হু

×