ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

লালমাইয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় মাওলানা ইয়াছিন আরাফাত

আমাদের সমাজে অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, কিন্তু গোল্ডেন মানুষ পাওয়া যায় না

প্রদীপ মজুমদার, লালমাই, কুমিল্লা

প্রকাশিত: ২১:১২, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ২১:১২, ২৭ জুলাই ২০২৫

আমাদের সমাজে অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, কিন্তু গোল্ডেন মানুষ পাওয়া যায় না

কুমিল্লার লালমাই উপজেলায় ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

রোববার (২৭ জুলাই) দুপুরে বাগমারা উত্তর বাজারের আজমীর চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, “আমাদের সমাজে অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, কিন্তু গোল্ডেন মানুষ পাওয়া যায় না। দিন দিন জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও সোনার মানুষ বাড়ছে না। আধুনিকতা ও অবকাঠামোগত উন্নয়ন বাড়লেও মানুষের চিন্তাধারা, মূল্যবোধ ও মনুষ্যত্ব উন্নত হচ্ছে না।”

তিনি আরও বলেন, “শিক্ষা যদি মনুষ্যত্ব গড়তে না পারে, তবে তা জ্ঞান নয়, কেবল সার্টিফিকেট। যে শিক্ষা দুর্নীতি, সুদ ও প্রতারণা শেখায়, তা ভালো মানুষ তৈরি করতে পারে না। তাই আমাদের প্রয়োজন কোরআনের আলোয় আলোকিত হয়ে জীবন গঠন করা।”

ইয়াছিন অভিযোগ করেন, “গত ১৬ বছরে ছাত্রলীগের অশিক্ষা ও অপসংস্কৃতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াশোনার পরিবেশ হারিয়েছে। শিক্ষার্থীরা ক্লাস ও পড়ার টেবিল থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে মিছিলে, আড্ডায়।”

তিনি শিক্ষকদের ভূমিকার প্রসঙ্গে বলেন, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে লালমাইয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদুল ইসলাম মানিক। আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ছাত্রশিবির নেতা মহিউদ্দিন রনি, কেফায়েত উল্লাহ, নাজমুল হাসান মেহেদী, ইব্রাহিম ভূঁইয়া আজাদ, জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুন নূর ও মাওলানা ইমাম হোসাইন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাবিলা আফরিন ও আজম হোসেন। ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও ভালো ফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।
মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করে প্লাবন শিল্পী গোষ্ঠী।

নুসরাত

×