ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:০৫, ২৭ জুলাই ২০২৫

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

ছবিঃ সংগৃহীত

আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় বিএনপির সিনিয়র নেতাকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) দুপুর একটার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, রবিবার সকাল সাড়ে দশটার দিকে অডিটোরিয়ামে আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা চলছিল। ওই সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। পরবর্তীতে দাওয়াত না পেয়েও আমি সেখানে যাই।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমার সমর্থকরা তাদের প্রতিবাদ করে। একপর্যায়ে অডিটোরিয়ামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমি আমার সমর্থকদের শান্ত করি।

এরই মধ্যে হান্নান শরীফের সমর্থকরা আমার সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে দুজনকে আহত করে।

তিনি আরও জানান, অডিটোরিয়ামের ঘটনাকে কেন্দ্র করে হান্নান শরীফের সমর্থকরা আমার একনিষ্ঠ কর্মী, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে গৌরনদী বাসস্ট্যান্ডে একা পেয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণ সভা চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আমার দুইজন কর্মীকে মারধর করেছে। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে ছাত্রদল নেতা জসিম শরীফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

উল্লেখ্য, খুব শিগগিরই গঠন হতে পারে গৌরনদী উপজেলা বিএনপির নতুন কমিটি। আর এ কমিটি গঠনকে সামনে রেখেই নিজ দলের পদপ্রত্যাশীরা একেক গ্রুপে ভাগ হয়ে পড়েছেন।

ইমরান

×