ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত: জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধই উত্তম পথ

প্রকাশিত: ২১:৩৩, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৩, ২৮ জুলাই ২০২৫

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত: জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধই উত্তম পথ

ছবি: জনকণ্ঠ

২৮ জুলাই পালিত হলো বিশ্ব হেপাটাইটিস দিবস, যার মূল লক্ষ্য জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস বি ও সি পৃথিবীর নীরব ঘাতক রোগগুলোর অন্যতম, যা প্রায় ৩২৫ মিলিয়ন মানুষকে আক্রান্ত করেছে।

বিশেষজ্ঞরা জানান, আক্রান্তদের ৯৫% রোগীর শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না, ফলে দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসাও হয়ে ওঠে ব্যয়বহুল ও জটিল। শেষ পর্যায়ে লিভার প্রতিস্থাপন ছাড়া কোনো বিকল্প না থাকায় এর খরচ বহন করা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

বিশেষত হেপাটাইটিস বি এর প্রতিরোধে ভ্যাকসিন সহজলভ্য হওয়ায় ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন মাইক্রোবায়োলজিস্ট ও হেপাটাইটিস বি গবেষক মো. আশরাফুল মাসুদ। কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই বিশেষজ্ঞ ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, নিউ মার্কেট ও আশপাশের এলাকায় ১৭ বছর ধরে গবেষণা, সচেতনতা এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করছেন।

আশরাফুল মাসুদ বর্তমানে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরিতে ভার্চুয়াল ক্যাম্পেইন পরিচালনা করছেন। ২০২২ সালে তাঁর ফেসবুকভিত্তিক ক্যাম্পেইন জাতিসংঘ স্বীকৃত ১৯৬টি দেশে প্রায় ১০০ মিলিয়ন মানুষের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে সক্ষম হয়। এ বছর তাঁর লক্ষ্য, ২০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশকে বৈশ্বিকভাবে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে এবং বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। জনসচেতনতার মাধ্যমেই হেপাটাইটিসের মতো নীরব ঘাতক রোগ প্রতিরোধ সম্ভব—এটাই বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল বার্তা।

আবির

×