
ছবি: সংগৃহীত
সম্প্রতি ইরান, চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তেহরান। তারা যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত জিপিএস (GPS) ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে চীনের বেইদউ স্যাটেলাইট সিস্টেম গ্রহণের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তিগত নয়, বরং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।
১২ দিনব্যাপী ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষে বারবার GPS বিভ্রাট দেখা যায়। ইরান ও উপসাগরীয় জাহাজগুলো সিগনাল হারায়, যা ইরানকে সতর্ক করে দেয় এই একমুখী নির্ভরতার বিপদের কথা। পরবর্তীতে, ইরান এই পরিস্থিতিকে ‘জিপিএসের দুর্বলতা’ হিসেবে চিহ্নিত করে এবং বিকল্প সিস্টেম হিসেবে চীনের বেইদউ ব্যবহারে আগ্রহ দেখায়।
ইরানের উপ-যোগাযোগমন্ত্রী এহসান চিতসাজ জানান, কৃষি, যোগাযোগ, ইন্টারনেটসহ বিভিন্ন খাতে বেইদউ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের এই পদক্ষেপ নিছক কৌশলগত নয়, বরং এটি এক নতুন বিশ্বব্যবস্থার অংশ হয়ে উঠছে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বিশ্ব প্রযুক্তি পরিকাঠামোর নিয়ন্ত্রক ছিল। কম্পিউটার অপারেটিং সিস্টেম, ইন্টারনেট, টেলিকম ও স্যাটেলাইট নেটওয়ার্কে আধিপত্য ছিল তাদের। কিন্তু এই একচেটিয়া নিয়ন্ত্রণ নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি করেছে অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে।
ইরানে একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডে ইসরায়েলের প্রযুক্তিগত নজরদারির ইঙ্গিত পাওয়া গেছে। মোবাইল ট্র্যাকিং ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয় বলে সন্দেহ। এর পরপরই, ইরান সরকার জনগণকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলে।
হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মালিকানাধীন অ্যাপ হওয়ায়, ইরান এবং অনেক দেশের চোখে এটি ‘ডিজিটাল গোয়েন্দা সরঞ্জাম’। গাজায় ইসরায়েলের এআই টার্গেটিংও এই সোশ্যাল মিডিয়া ডেটা দিয়ে চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ইরান ইতিমধ্যেই ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ চালু করেছে, যা চীনের গ্রেট ফায়ারওয়ালের অনুকরণে গড়ে ওঠা একটি নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা। তারা ইন্টারনেটের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পথে এগোচ্ছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) শুধু অবকাঠামোগত প্রকল্প নয়, বরং একটি বিকল্প বৈশ্বিক শৃঙ্খলা গঠনের রূপরেখা। এই উদ্যোগে ইরান গুরুত্বপূর্ণ অংশীদার হতে চলেছে। আর এই জোট হচ্ছে এক ধরনের ডিজিটাল ঐক্য, যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
মুমু ২