ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

নির্বাচন ঘিরে বড় প্রস্তুতি: দেড় লাখ পুলিশ সদস্য পাচ্ছে ট্রেনিং

প্রকাশিত: ১৫:২৭, ২৮ জুলাই ২০২৫

নির্বাচন ঘিরে বড় প্রস্তুতি: দেড় লাখ পুলিশ সদস্য পাচ্ছে ট্রেনিং

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।”

তিনি আরও বলেন, “সেপ্টেম্বর থেকে দেশের প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব, আইন ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে নির্বাচনী দায়িত্ব পালনে তাদের সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।”

সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণ কর্মসূচিতে পুলিশের মাঠ পর্যায়ের সদস্য থেকে শুরু করে কর্মকর্তারা অংশ নেবেন। ভোটগ্রহণ, সংঘাত প্রতিরোধ, জনসচেতনতা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন-এই সব বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও প্রধান উপদেষ্টা একাধিকবার নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। বিশ্লেষকদের মতে, প্রশিক্ষণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি গ্রহণ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মিরাজ খান

আরো পড়ুন  

×