ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

২৪ এর এই দিনে

‘বাসায় যেতেই একজন ইনফরমার পুলিশকে জানায়, আর তারা এসে আমাকে তুলে নিয়ে যায়’

প্রকাশিত: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৫

‘বাসায় যেতেই একজন ইনফরমার পুলিশকে জানায়, আর তারা এসে আমাকে তুলে নিয়ে যায়’

ছবি: সংগৃহীত

আজ থেকে এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে গুম হন আহমেদ সামরান—জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স (JRA)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঘটনার বর্ষপূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করেছে সংগঠনটি।

সোমবার (২৮ জুলাই) JRA-এর অফিশিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে সামরানের গুমের আগের দিনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ওইদিন সামরানের একাধিক বন্ধু তাকে বাইরে না যেতে অনুরোধ করেছিলেন। সামরানের ছাত্র তাকে বলেছিল, “ভাইয়া, আজকে যাইও না। থাইকা যাও।”

তবে তাদের কথা শোনেননি সামরান। দুপুরে আরেক বন্ধু তাকে আড্ডায় ডাকেন, বিকেলে বাসায় যাওয়ার জন্য চাপ দেন আরও কয়েকজন। সামরান বাসায় ছিল না ৮ দিন। বাসায় যেতেই একজন ইনফরমার পুলিশকে জানায়, আর তারা এসে সামরানকে তুলে নিয়ে যায়

পোস্টে আরও উল্লেখ করা হয়, গতবছর এই দিনে গুম হয় আহমেদ সামরান। সিসিটিসিতে আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠায়। ততদিন কেউ জানতে পারেনি কোথায় আছে সামরান।

আবির

×