ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আহতরা যেন চিকিৎসা না পায়, সেই চেষ্টাও করা হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩৪, ২৮ জুলাই ২০২৫

আহতরা যেন চিকিৎসা না পায়, সেই চেষ্টাও করা হয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে সোমবার (২৮ জুলাই) এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “শুরুতেই আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। জাতির জন্য এটি গভীর বেদনার ক্ষণ। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ড. ইউনূস আরও বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান ও তাদের পেশার মাহাত্ম্য। যখন চারপাশে শুধু আতঙ্ক, কান্না আর অজানা আশঙ্কা—তখন আপনারাই আমাদের আশার আলো।”

তিনি বলেন, “যুদ্ধকালেও আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না—এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আমরা এর ব্যতিক্রম দেখেছি। সেদিন শুধু ছাত্র, শ্রমিক, জনতার উপর গুলি চালানো হয়নি, বরং আহতদের যেন চিকিৎসা না পায়, সেই চেষ্টাও করা হয়েছে।”

চিকিৎসকদের উদ্দেশ্যে ইউনূস বলেন, “জুলাই আমাদের চিকিৎসক যোদ্ধাদের এমন এক গল্প লিখেছে, যা যুদ্ধক্ষেত্রের ডাক্তারদের গল্পকেও হার মানায়। আহত ছাত্রদের উপর হাসপাতালে ঢুকেও হামলা হয়েছে। ডাক্তার, নার্সদের হুমকি, বাধা, এমনকি গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। শত শত ছেলেমেয়ে অন্ধত্ব বরণ করেছে শুধু সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায়। নির্দেশ ছিল—আন্দোলনে আহত কাউকে চিকিৎসা দেওয়া যাবে না।”

তিনি বলেন, “আপনারা পেছনের গেট দিয়ে আহতদের গোপনে চিকিৎসা দিয়েছেন। তখন হাসপাতালগুলোতেও গ্রেফতারের অভিযান চালানো হয়েছিল। জাতির পক্ষ থেকে আমি আপনাদের এই সাহসিকতা ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”

আবির

×