ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বিইউএফটি’তে আবদুল্লাহ হিল রাকিব স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩:১৭, ২৮ জুলাই ২০২৫

বিইউএফটি’তে আবদুল্লাহ হিল রাকিব স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তাদের বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এই অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আবদুল্লাহ হিল রাকিবের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। তার পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তার নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তারা বলেন, রাকিব ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শিক্ষা, তৈরি পোশাক খাত এবং সামাজিক কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন।

আয়োজনে মানপত্র ও স্মৃতি-সংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়, যা ছিল তার প্রতি শ্রদ্ধার প্রতীক। এসময় উপস্থিত অতিথিরা মন্তব্য খাতায় আবেগমিশ্রিত স্মৃতি ও শুভেচ্ছা বার্তা লিখেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষাংশে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ।

সাব্বির

×