ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

‎রাকিবুল হাসান, পাবনা

প্রকাশিত: ১৯:২৪, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৪, ২৮ জুলাই ২০২৫

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

ছবি: জনকণ্ঠ

‎‎পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বড়বাজারের এক ব্যবসায়ীকে ৫০ হাজার ও কয়েকজনকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগে জরিমানার টাকা ফেরত, হয়রানি ও অযৌক্তিক আবদার বন্ধসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বড় বাজার বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।

‎সোমবার (২৮ জুলাই) দুপুরে পাবনা বড় বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীক সমিতির সদস্যরা দোকান বন্ধ করে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।

‎বিক্ষোভ মিছিলটি বড়বাজারের দই বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের ইন্দ্রারা মোড় হয়ে আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরের প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন।

‎এসময় বক্তব্য দেন, পাবনা বড় বাজার সমিতির সভাপতি মোঃ শাহ আলম মুরাদ, সাধারন সম্পাদক কামরুজ্জামান নাছিম, সহ-সভাপতি অয়াসিকুজ্জামান খান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

‎এসময় সভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই পাবনা জেলা প্রশাসনের দায়িত্বশীল কিছু কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার তদারকির নামে ব্যবসায়িদের হয়রানি করছেন। তুচ্ছ ভুলের জন্য অযৌক্তিকভাবে জরিমানা আদায় করছেন। এমনকি তাদের সঙ্গে কথা বলতে গেলে বাজে আচরণ করেন। লাইসেন্স বাতিলসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেওয়া হয়। চোর ডাকাতের সঙ্গে যেমন আচরণ করেন আমাদের সঙ্গে এর চাইতেও বেশি খারাপ আচরণ করা হয়।

‎আজকে তুচ্ছ ঘটনায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া কোন কারণ ছাড়াই আরও বেশ কয়েকটি দোকানে ঢালাওভাবে জরিমানা করেছে। অযৌক্তিকভাবে আদায় করা জরিমানার অর্থ ফেরতের দাবি করা হয়। যদি ব্যবসায়ীদের এসব দাবি মেনে নেয়া না হয় তা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

‎অভিযোগ করে আরও বলেন, বাজার অভিযানে আসা প্রশাসনের কর্মকর্তারা কোন কথা না শুনেই জরিমানা করছেন। অন্যায়ভাবে প্রতিষ্ঠান না বুঝেই লাখ টাকা জরিমানা আদায় করছেন তারা। অনর্থক জরিমানার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে ব্যবসায়ীদের উপর। তাই সম্প্রতি বাজার তদারকি ও অভিযানে আসা প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিদের দ্রুত অপসারণ করে ব্যবসায়ীদের সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন জেলা প্রশাসন এমনটাই দাবি করেন তারা।

‎ঘটনার পর থেকে পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম সহ একাধিক কর্মকর্তাকে স্থানীয় কয়েকজন সাংবাদিক মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কারও ফোন রিসিভ করেননি। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।

আবির

×