ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাঙামাটির আবাসিক হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার, খদ্দেরসহ পতিতা আটক 

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ১৯:১৪, ২৮ জুলাই ২০২৫

রাঙামাটির আবাসিক হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার, খদ্দেরসহ পতিতা আটক 

ছবি: জনকণ্ঠ

রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেলে এক যুবতী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার সময় শহরের রিজার্ভ বাজারে অবস্থিত গোল্ডেন হিল এই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর পরনে জিন্সের প্যান্ট ও শরীরে শার্ট পরা ছিল। নিহত নারীর স্বজন স্বামী আব্দুল কাদের ও কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম সকলেই এসে উক্ত নারীকে তাদের স্বজন বলে পরিচয় দেয়। নিহতের প্রকৃত নাম মুন্না আক্তার। সে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে স্বজনেরা জানিয়েছেন।
এই ঘটনায় হোটেল ম্যানেজার কুতুব উদ্দিনকে পুলিশ আটক করেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার কথা স্বীকার করেছেন। কুতুব উদ্দিন জানায় মহিলা ২৬শে জুলাই রাঙামাটিতে এসে তার হোটেলে উঠেন। রোববার ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে পায় বলে জানায়। হোটেল রেজিষ্ট্রার ওই নারীর নাম মিসেস মুন্না সরকার ও ঠিকানা ঢাকার ধানমন্ডি উল্লেখ রয়েছে। 

নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গিয়ে ওই হোটেল থেকে পতিতাসহ এক খদ্দেরকে পুলিশ আটক করেছে। পুলিশ মরদেহটি সোমবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আবির

×