ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

লালমনিরহাটে লালমনি এক্সপ্রেসকে কমিউটার ট্রেনের ধাক্কা, দুই বগি লাইনচ্যুত

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ১৯:১৮, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৮, ২৮ জুলাই ২০২৫

লালমনিরহাটে লালমনি এক্সপ্রেসকে কমিউটার ট্রেনের ধাক্কা, দুই বগি লাইনচ্যুত

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২টি বগি উল্টে গেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে রেল চলাচল বন্ধের পাশাপাশি লালমনিরহাটে মিশনমোড় থেকে শহরমুখী প্রধান সড়ক বিডিআর গেট দিয়ে বন্ধ হয় যাতায়াত। ফলে সৃষ্টি হয়েছে ভোগান্তি।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে প্রবেশ করে। পরে ট্রেনটিকে কর্তৃপক্ষ স্টেশনের ওয়াশফিডে নিতে থাকে। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেন বিডিআর গেট এলাকায় লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে এক্সপ্রেস ট্রেনটির দুটি এসি বগি উল্টে যায়। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটির কয়েকজন যাত্রী আহত হয়। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যাত্রী, স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন দুর্ঘটনার শিকার এর আগে হয়নি এই এলাকায়। রেলওয়ে স্টেশনের সিগন্যাল জটিলতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি তাদের। আর সচেতনরা বলছেন, দ্রুত তদন্ত সাপেক্ষে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর বলেন, কেন এবং কার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত উদ্ধার কাজ চলছে।

বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল সচল ও উল্টে যাওয়া বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকারী দল। আর মিশনমোড় থেকে বিডিআর গেট হয়ে শহরে প্রবেশের সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।

আফরোজা

×