
ভোলার তৃণমূল অসহায় মানুষের দোরগোড়ায় নৌবাহিনী সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী এই স্লোগানকে সামনে রেখে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় প্রায় ৬০০ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তাসহ ওষুধ সামগ্রী প্রদান করেন।
আজ সোমবার সকালে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে কমান্ডার খানা নৌ অঞ্চল এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের পূর্ব মিয়াজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক নৌবাহিনীর একটি মেডিকেল টিম অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার মধ্যে ছিল পানিবাহিত রোগ ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস রোগের চিকিৎসা। রোগীরা বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তজুমদ্দিনে চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব, বিএন এবং চরফ্যাশনে চিকিৎসা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: ইব্রাহীম খলিলুল্লাহ, বিএন।
আফরোজা