ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯:১৯, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২০, ২৮ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

সোমবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশাপাশি জেলার দরিদ্র ও অসহায় মানুষদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলার সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং জুলাই পুনর্জাগরণের সাথে জড়িত যোদ্ধারা।

মেডিকেল ক্যাম্পে রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এই ধরণের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আবির

×