ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন 

আজকে যে ছাত্র আগামীতে সে বেকার

মাজেদুল ইসলাম আকাশ, বোদা, পঞ্চগড়

প্রকাশিত: ১৯:১৮, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৬, ২৮ জুলাই ২০২৫

আজকে যে ছাত্র আগামীতে সে বেকার

ছবি: দৈনিক জনকন্ঠ।

আজকে যে ছাত্র আগামীতে সে বেকার এখন এই অবস্থা আমাদের সমাজে চলছে বলে মন্তব্য করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তা খুঁজে বেড়ায় কিন্তু আমাদের ছাত্র-যুবকদের অন্যদিকে ফোকাস। ফলে ছাত্রত্ব শেষ করে বেশিরভাগই বেকারত্ব নিয়ে পরিবার এবং সমাজে চাপ তৈরি করে। ছাত্র যুবক ভাইয়েরা এগিয়ে আসুন আমরা ট্রেনিংসহ জামানত বিহীন ঋণের ব্যবস্থা করে দেবো। 

পঞ্চগড়ের বোদায় সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর সহযোগিতায়,  উমেন এন্ডিং হাঙ্গার আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সমন্বয় সভায় উমেন এন্ডিং হাঙ্গারের সাধারণ সম্পাদক মালেকা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহমেদ রাশেদ উন নবী, প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, সমবায় পরিদর্শক আবু তাহের, উমেন এন্ডিং হাঙ্গারের কোষাধ্যক্ষ কল্পনা রানী, ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গারের সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার, তরুণ উদ্যোক্তা পোল্ট্রি খামারি এলিন প্রমুখ। 

বক্তারা বলেন, আমাদের নারীরা এখনো প্রান্তিক পর্যায়ে নিরাপদ নয়, মাতৃত্বকালীন, বিধবা ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করে এবং ইউনিয়ন পরিষদ ভিত্তিক আইনি কাঠামো তৈরি করে প্রান্তিক নারীদের ক্ষমতায়নের জায়গা নিশ্চিত করতে হবে।যারা তরুণ উদ্যোক্তা হতে চায় তাদের পাশে বিভিন্ন সহযোগী উপকরণ সাপ্লাই সহ উদ্যোমী তরুণদের গতিশীল করতে সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে ঐক্যবদ্ধ কাজ করার প্রয়াস চালাতেও গুরুত্বারোপ করেন বক্তাগণ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ছাত্রাবস্থায় যদি একজন তরুণ কিংবা তরুণী ফ্রি ল্যান্সিং সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে তবে পড়াশোনা শেষ করে বেকারত্ব নামক শব্দের মুখোমুখি হওয়ার সুযোগ ই তৈরি হবেনা। আপনারা এগিয়ে আসুন আমরা উপজেলা প্রশাসন সেবা দিতে প্রস্তুত। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি, সমবায় প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও কয়েকজন তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 

মিরাজ খান

×