ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জুলাই শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৩:২৪, ২৮ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ছবি: জনকণ্ঠ

কুড়িগ্রামে "আমার চোখে জুলাই বিপ্লব" শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। আজ সোমবারন (২৮ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “দেশপ্রেম মুখে নয়, কাজে রূপান্তরিত করতে হবে।”

মুমু ২

×