ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘জীবনের সব সমস্যার সমাধান কি বিয়ে?’—জবাব দিলেন জেরিন খান

প্রকাশিত: ১২:৪৮, ২৮ জুলাই ২০২৫

‘জীবনের সব সমস্যার সমাধান কি বিয়ে?’—জবাব দিলেন জেরিন খান

ছবি: সংগৃহীত

একটা সময় বলিউডে প্রবেশের সময় অনেকেই তাকে ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে তুলনা করতেন। সালমান খানের সঙ্গে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল তার। তবে ধীরে ধীরে রুপালি পর্দা থেকে হারিয়ে যান জেরিন খান। এখন আর বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি বেশ সরব।

নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করলেও, প্রশংসার পাশাপাশি জেরিনকে শুনতে হয় নানা কটূ মন্তব্য। এবার এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মন্তব্য তাকে সত্যিই ক্ষুব্ধ করে তুলেছে। ওই ব্যক্তি লেখেন, "বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে।"

জেরিন এই মন্তব্যের জবাবে বেশ স্পষ্ট ভাষায় নিজের মত প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন— "বিয়েই কি জীবনের একমাত্র গন্তব্য? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এমন চাপ কেন? আমি যদি বিয়ে করি, তাহলে কি আবার তরুণ বয়সে ফিরে যাব? তাহলে বয়স নিয়ে এই চিন্তাটা কেন?"

তার কথায় উঠে এসেছে আরও একটা বাস্তবতা— “সবাই ভাবে বিয়েই জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু বাস্তবে তো আমরা দেখি, এখনকার বেশিরভাগ বিয়ে টেকে না। দু’-তিন মাসেই ভেঙে যাচ্ছে অনেক সংসার। তাহলে কেন বিয়ে নিয়ে এত জোর?”

এই প্রশ্নগুলোর মাধ্যমে জেরিন খান যেন ছুড়ে দিলেন সমাজের এক গভীর চিরচেনা ব্যাধির দিকে। অনেকেই তার বক্তব্যে একমত হয়েছেন। আবার কারও কারও চোখে তা ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’।

তবে স্পষ্ট কথা বলার জন্য সাহস থাকা প্রয়োজন। আর সেটা দেখিয়েছেন জেরিন খান।

আসিফ

×