ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা

প্রকাশিত: ০৯:২৫, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ০৯:২৬, ২৮ জুলাই ২০২৫

আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা

ছবি: এএফপি

দুই বছর আগে মেয়েদের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করার যন্ত্রণাকে কিছুটা হলেও ভুলিয়ে দিলো ইংল্যান্ডের মেয়েরা। গতকাল রাতে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত মহাদেশীয় প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষেও ম্যাচ ১-১ গোলে সমতায় থাকলে, টাইব্রেকারের ভাগ্য নির্ধারণে ৩-১ গোলে জয় লাভ করে ইংলিশরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল কেবল জার্মানির, যারা ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ৬ বার এই শিরোপা জিতেছিল।

ম্যাচের শুরুতে অবশ্য ধাক্কা খায় ইংল্যান্ড। ২৫তম মিনিটে মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা ব্যাটলের ক্রসে হেডে দারুণ এক গোল করেন কালদেন্তে। এ সময় বল-দখল ও আক্রমণেও এগিয়ে ছিল স্প্যানিশ মেয়েরা, ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইংল্যান্ডকে।

বিরতির পর ৫৭ মিনিটে অ্যালেসিয়া রুসো হেডে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির করা ক্রসে রুসো লক্ষ্যভেদ করেন, যা ছিল স্পেনের হেড করে গোল খাওয়ার উপযুক্ত জবাব। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে স্প্যানিশ মেয়েরা তাদের প্রথম চারটি শটের মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়। এতে ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অরজয়ী তারকা আইতানা বোনমাতিও অন্তর্ভুক্ত ছিলেন। অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের প্রথম চারটি শটের মধ্যে দুটি গোল করে। এরপর, ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও শেষ শটটি নেন ক্লোয়ি কেলি। শিরোপা নির্ধারণী এই শটে কোনো ভুল করেননি ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। দারুণ শটে কেলি বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে ইংলিশ মেয়েরা। এর আগে ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটা এসেছিল কেলির কাছ থেকে। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত কেলি নিজের নেওয়া শেষ শট সম্পর্কে বলেছেন, "আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।"

ইংল্যান্ডের এই শিরোপা জয়ের অন্যতম কারিগর দলটির কোচ সারিনা ভাইগমান। এ নিয়ে তিনি টানা তিনটি শিরোপা জিতলেন—দুটি ইংল্যান্ডের হয়ে এবং অন্যটি ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে। এই দারুণ কীর্তি গড়ার পর ভাইগমান বলেছেন, "আমরা বলেছিলাম যে কোনো উপায়ে জিততে পারি। আজ আমরা আবারও সেটা প্রমাণ করেছি। আমি দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত। এটা অবিশ্বাস্য।"

সাব্বির

×