ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব: শ্রেষ্ঠ সাংবাদিকের সম্মাননায় ইমারত হোসেন

নিজস্ব প্রতিনিধি, কানাডা

প্রকাশিত: ১৪:২০, ২৮ জুলাই ২০২৫

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব: শ্রেষ্ঠ সাংবাদিকের সম্মাননায় ইমারত হোসেন

ছবি: দৈনিক জনকন্ঠ।

কানাডার মন্ট্রিয়লের শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত “রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা পেলেন বিশিষ্ট সাংবাদিক ২৪ আওয়ার বিডি পত্রিকার সম্পাদক ইমারত হোসেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ইমারত হোসেন দেশের গণমাধ্যম জগতে একজন নির্ভরযোগ্য ও প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই তাঁর রয়েছে সক্রিয় ও সম্মানজনক উপস্থিতি।

পুরস্কার গ্রহণের সময় ইমারত হোসেন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি বাংলাদেশি সাংবাদিকতার জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। প্রবাসেও আমাদের কণ্ঠ, আমাদের দায়িত্ববোধ পৌঁছে দেওয়ার এটাই প্রেরণা।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ নয়, এটি জাতির বিবেক। আগামী দিনগুলোতেও আমি সাংবাদিকতার নীতি শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, www.24hourbd.com পত্রিকাটি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ, মতামত ও জাতীয় ইস্যুতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, যার নেতৃত্বে রয়েছেন ইমারত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিরা standing ovation দিয়ে এই সাংবাদিককে সম্মান জানান।

এই সম্মাননা শুধু ইমারত হোসেনের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের সাংবাদিকতা ও সংবাদপত্র শিল্পের জন্যও এক অনন্য অর্জন।

মিরাজ খান

×